শেরপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৬:৪১
শেরপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।


১৩ নভেম্বর, বুধবার বেলা ১১টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, নেত্রকোণার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুবিনা বেগম (২০) এবং একই উপজেলার সাহাপুর উত্তর গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক আলাল উদ্দিন (৩৫)। তারা সবাই অটোরিকশায় ছিলেন। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘটনাস্থলে ময়মনসিংহগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এটির যাত্রী তায়েবা ও তাজেনের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সুবিনা ও আলালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com