দিনাজপুরের খানসামা উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার, গরু ও মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ৬ চোর হলেন উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর এলাকার ভরত দাস (২৮), চঞ্চল দাস ওরফে কেতু (৩৫), সুভাষ দাস (২৮), মানিক দাস (৩২), ভবানী দাস (৩৫) ও পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার সোনারায় এলাকার রাজু ইসলাম (২৫)। সেই সাথে এদিন ডলার প্রতারণার সাথে জড়িত তপন রায় নামে এক যুবককে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার,গরু ও মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় দায়ের করা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত পূর্বক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে তাদের আটক করে থানা পুলিশের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, একাধিক মামলার এজাহারনামীয় ৬ চোরকে আটক করে বুধবার (১৩ নভেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যেকোনো চুরি-ছিনতাই রোধে থানা পুলিশ তৎপর আছে। এইজন্য সবার সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।
বিবার্তা/জামান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]