নরসিংদী-৩ আসনের সাবেক এমপি সিরাজ মোল্লা রিমান্ডে
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ২২:৪৪
নরসিংদী-৩ আসনের সাবেক এমপি সিরাজ মোল্লা রিমান্ডে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় আহাম্মদ আলী নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।


এদিন রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাম্মদ আলী নামে একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে ফতুল্লা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। তিনি এই মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি। আশা করি তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে।


মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের মাহমুদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলায় উল্লিখিত আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হয়ে আহাম্মদ আলী আহত হন। এ ঘটনায় আহত আহাম্মদ আলী গত ৫ সেপ্টেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা (যার নম্বর-৫) করেন।


এর আগে, গত ১১ নভেম্বর সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের আসাদগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। তবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।


বিবার্তা/সবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com