
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত শিক্ষার্থী হত্যা মামলায় পৌর আওয়ামী লীগের সদস্য মো. শহীদুল ইসলাম (৬০) কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
১১ নভেম্বর, সোমবার দিবাগত রাত ১ টার হাকিমপুর হিলি পৌরসভার ৭ নং ওয়ার্ড বড় জালালপুর এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
১২ নভেম্বর, মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার মো. শহীদুল ইসলাম হাকিমপুর হিলি পৌরসভার ৭ নং ওয়ার্ড বড় জালালপুর গ্রামের মৃত জবির উদ্দিনের ছেলে।
শহীদুল ইসলাম পৌরসভার ৭ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সদস্য বলে জানান পুলিশ।
হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিঞা সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, হাকিমপুর থানায় রুজুকৃত গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানা মামলা ৭।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক মামলার তদন্তকারী অফিসার এসআই আরিফুর রহমান ও সঙ্গীয় ফোর্স ১১ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত ১টার দিকে পৌরসভার বড় জালালপুর গ্রামে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে। পরে তাকে থানায় রুজুকৃত শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ১২ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]