নরসিংদীতে ভারতীয় প্রসাধনী বোঝাই কাভার্ড ভ্যান উদ্ধার, আটক ১
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৮:৩০
নরসিংদীতে ভারতীয় প্রসাধনী বোঝাই কাভার্ড ভ্যান উদ্ধার, আটক ১
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা বিভিন্ন ভারতীয় প্রসাধনী বোঝাই একটি কাভার্ড ভ্যানসহ মো: সাদেক (৪৫) নামে একজনকে আটক করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।


রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকা থেকে কাভার্ড ভ্যানসহ তাকে আটক করা হয়।


১১ নভেম্বর, সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন।


আটককৃত সাদেক সিলেটের জৈনত্যাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মছন মিয়ার ছেলে।


শামসুল আরেফীন জানান, রবিবার রাত সাড়ে ১১টা দিকে ডিবি পুলিশের একটি টিম শিবপুর উপজেলার মুনসেফেরচর এলাকার ইটাখোলা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট থেকে একটি কাভার্ড ভ্যান বিপুল সংখ্যক ভারতীয় প্রসাধনী সামগ্রী কর ও শুল্ক ফাঁকি দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে।


সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ভৈরবের দিকে এগিয়ে যেতে থাকে। এসময় ডিবি পুলিশের টিমটি রায়পুরা উপজেলার লাল মিয়ার ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে একটি কাভার্ড ভ্যানকে ফিলিং স্টেশনে দাঁড়ানো দেখতে পায়।


এসময় কাভার্ড ভ্যানের ভিতরে কী আছে চালককে জিজ্ঞেস করলে সে দৌড়ে পালিয়ে গেলেও তার সহযোগী সাদেকসহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়। পরে ভ্যান তল্লাশি করে অবৈধ পথে আসা বিপুল সংখ্যক ভারতীয় প্রসাধনী পাওয়া যায়। কাভার্ড ভ্যানসহ মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।


বিবার্তা/কামরুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com