সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মহদিপুর গ্রামের মাখন চন্দ্র চক্রবর্তীর বসতঘর থেকে একটি পিতলের মূর্তি চুরি হয়েছে।
১০ নভেম্বর, রবিবার দিবাগত রাতে কে বা কারা মাখন চন্দ্র চক্রবর্তীর ঘরের সিঁধ কেটে ঘরে প্রবেশ করে প্রায় ৮ কেজি ওজনের পিতলের মূর্তিটি চুরি করে নিয়ে যায়।
বিষয়টি জানতে পেরে সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন ও ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাখন চন্দ্র চক্রবর্তীর ছেলে নিহার রঞ্জন চক্রবর্তী জানান, তাদের বসতঘরের একপাশে প্রার্থনা কক্ষ রয়েছে। সেখানে ওই পিতলের মূর্তিটি রাখা ছিল। রাতের খাবার শেষে প্রতিদিনের মতো যথারীতি ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন দেখতে পায় কে বা কারা সিঁধ কেটে প্রার্থনা কক্ষে প্রবেশ করে মূর্তিটি চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হবে বলেও জানান তিনি।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিবার্তা/শহীদুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]