বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে যত কাজ জমা আছে সেগুলো খুব শীঘ্রই শেষ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের নবনিয়োগ প্রাপ্ত সদস্য ড.মোহাম্মদ সোহেল রহমান।
১১ নভেম্বর, সোমবার সকালে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
ড.মোহাম্মদ সোহেল রহমান এসময় আরও বলেন,আগামীকাল কমিশনে মিটিং আছে সেখানে অনেক গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত গুলো সবাইকে জানিয়ে দেওয়া হবে। এখন পুরো কমিশন স্বচ্ছতার সাথে কাজ করছে বলেও বলেন তিনি।
এসময় তারা শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় কমিশনের অন্য তিন সদস্য জহিরুল ইসলাম ভুইয়া,এ এস এম গোলাম হাফিজ, ড.চৌধুরী সায়মা ফেরদৌস উপস্থিত ছিলেন।
এছাড়াও এসময় সাভার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক,উপজেলা নির্বাহী কমকর্তা আবু বকর সরকার,স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌলশী মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]