শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় রাস্তার পাশে ১০ ব্যাগ ভর্তি হাত বোমার সন্ধান পাওয়া গেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
১১ নভেম্বর, সোমবার সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় এ ব্যাগগুলো পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু হাতবোমার মতো বস্তু দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বোমা শনাক্ত ও উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল।
এ বিষয়ে ডামুড্যা থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ব্যাগগুলোর মধ্যে হাতবোমা সদৃশ বস্তু দেখা যাচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]