ফ্রান্সের মায়ানমার বিষয়ক বিশেষ দূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০০:১৮
ফ্রান্সের মায়ানমার বিষয়ক বিশেষ দূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফ্রান্সের মায়ানমার বিষয়ক বিশেষ দূত এর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করেছেন।


রবিবার (১০ নভেম্বর) সকাল ১০ টা থেকে দিনব্যাপী উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তাঁরা।


প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন, ফ্রান্সের মায়ানমার বিষয়ক বিশেষ দূত এইচ ই মি. ক্রিশ্চিয়ান লেচারভি, ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস এর ডেপুটি হেড অব মিশন মি. গুইলাম অড্রেন ডি কেরড্রেল এবং রাজনৈতিক অ্যাটাশে মিসেস এমিলি পালাহোয়ানে।


প্রতিনিধি দলটি সকাল সাড়ে ১০ টায় ক্যাম্প-৯ এর জি/১৮ ব্লকে ডাটা রেজিস্ট্রেশন সেন্টারে যান। এসময় রেজিস্ট্রেশন সেন্টারে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। সেখানে রেজিস্ট্রেশন সেন্টারের কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং রেজিস্ট্রেশন সেন্টারে আগত উপকারভোগী রোহিঙ্গাদের সাথে কথা বলেন।


এর পর সকাল ১১ টা ৪৫ মিনিটের সময় প্রতিনিধি দলটি ক্যাম্প ৯ এর সি/১৪ ব্লকে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচির ই-ভাউসার ফুড আউটলেট সেন্টার পরিদর্শন করেন। সেখানে পূর্বনির্ধারিত কিছু সংখ্যক রোহিঙ্গার সাথে রেশন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।


দুপুর সাড়ে ১২ টার সময় প্রতিনিধি দলটি ক্যাম্প ৯ এর সি/১৮ ব্লকের ইউনিসেফের অর্থায়নে ও এনজিও সংস্থা মুক্তি কক্সবাজার পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনকালীন সময়ে সেখানে উপস্থিত লার্নিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করা হয়।


পরে সেখান থেকে রোহিঙ্গা ক্যাম্প-৫ এ অবস্থিত এনজিও ফোরামের স্ন্যাকস ব্রেক অ্যাট বেকারি শপ পরিদর্শন করা হয়।


প্রতিনিধি দলটি বিকাল ৩ টার সময় রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত রোহিঙ্গা শরণার্থীদের সংস্কৃতির উপর আলোচনার জন্য এমএইচপিএস কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ২০ জন রোহিঙ্গা নারী পুরুষের সাথে বিশেষ মতবিনিময় করেন তাঁরা। রোহিঙ্গা প্রতিনিধিরা দলটিকে মিয়ানমারে বিভিন্ন নির্যাতন ও অত্যাচারের বর্ণনা দেন।


প্রতিনিধি দলটি বিকেল ৪ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর ইনোভেশন ভেলি পরিদর্শনে যান। পরিদর্শন শেষে সাড়ে ৪ টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।


রোহিঙ্গাদের আশ্রয় শিবির পরিদর্শনের সময় সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক দাতা সংস্থার এবং রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/ফরহাদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com