
‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে ঘরে ফিরুন’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে ট্রাফিক সপ্তাহ পালিত হয়েছে।
১০ নভেম্বর, রবিবার বিকেলে ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের উদ্যোগে শহরের নতুন বাইপাস মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাইপাস মোড়ে এসে শেষ হয়।
এসময় জামালপুর জেলা পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সোহরাব হোসেন, টিআই জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুর সোবহান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহিনসহ পুলিশ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ‘ট্রাফিক আইন ভঙ্গ করলে ট্রাফিক পুলিশ শুধু জরিমানা করে না, তারা মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করে। দুর্ঘটনা এড়াতে শুধু যানবাহন চালক নয়, সাধারণ পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবেই দুর্ঘটনার প্রবণতা কমবে এবং আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।’
এসময় তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং এই সপ্তাহের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে উৎসাহ দেন।
বিবার্তা/ওসমান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]