
জামালপুরের সরিষাবাড়ীতে প্রাইভেটকারসহ দুই ডাকাতকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। আটককৃতরা হলো- ময়মনসিংহের নান্দাইল থানার পানচারুথী এলাকার আহম্মদ আলীর ছেলে হান্নান মিয়া ও মুক্তাগাছা সাহাপুর এলাকার আজমত আলীর ছেলে সোহাগ মিয়া।
১০ নভেম্বর, রবিবার গভীর রাতে পৌরসভার বাউসি বাঙালিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার চাঁদ মিয়া বলেন, পৌরসভার বাউসি এলাকায় সোলায়মান হোসেনের বাড়ী সংলগ্ন সরিষাবাড়ী-দিগপাইত মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নেয় কয়েকজন ডাকাত। এসময় তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
এসময় তাদের কাছ থেকে ঢাকা মেট্রো-গ ১৪- ১৫৯৬ নাম্বারের ১টি টয়োটা করোলা প্রাইভেটকার, লোহার কাটার, দুইটি লোহার পাইপ, বাঁশের লাঠি, রশিসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
রবিবার বিকেলে তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]