
সুনামগঞ্জের ধর্মপাশায় বিবি (৪০) নামে এক নারী মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
১০ অক্টোবর, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামে গাঁজা সেবনরত অবস্থায় ছাত্র জনতার হাতে আটক হয়।
পরে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামানকে জানানো হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মাদকসেবী বিবি উপজেলার গাভী গ্রামের কাছন মিয়ার মেয়ে।
সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, গাঁজা সেবনরত অবস্থায় ওই নারীকে ছাত্র জনতা আটক করে।পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে গাঁজা সেবনের কথা স্বীকার করে এবং তার কাছ থেকে উদ্ধারকৃত ২০ গ্রাম গাঁজা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, সামনের দিনগুলোতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার এসআই মিজানুর রহমান ও পেশকার অজয় দাশ।
বিবার্তা/শহীদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]