বান্দরবান জেলার লামা উপজেলার সরকারী মাতামুহুরী কলেজের একাদশ ও ডিগ্রী ১ম বর্ষ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে। ১০ অক্টোবর, রবিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’র লামা উপজেলা শাখার উদ্যোগে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কলেজ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
এতে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন, কলেজ শিক্ষক মো. রফিকুল ইসলাম, আবু তালেব, আবু হানিফ ও ফরিদ উল আলম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এম রুহুল আমিন ও উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন. প্রধান অতিথি কাজী মুজিবুর রহমান।
বিবার্তা/আরমান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]