
খুলনার দাকোপে একটি দেশীয় অস্ত্রসহ মো. ইসমাইল শেখ (২৪) নামের একজনকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার ঠাকুরবাড়ি খেয়া ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইসমাইল গাজীপুর জেলার কালীগঞ্জের দক্ষিণ বাগ এলাকার আব্দুল আজিজের ছেলে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে একটি বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার পাইপ গানসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রামপাল থানায় ২টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/জাহিদ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]