
জামালপুরের দেওয়ানগঞ্জে মেসার্স এনএস ব্রিক্সের মালিক মমিনুল বাশার জিন্নাহ ও জিওন গ্রাহকের অগ্রিম ইটের পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) ভুক্তভোগী গ্রাহকরা মানববন্ধন করে টাকা ফেরতের দাবিতে ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা চিকাজানী ইউনিয়নের চিকাজানী বটতলা মোড়ে অবস্থিত মেসার্স এনএস ব্রিক্স নামে ভাটা দু'টির মালিক মমিনুল বাশার জিন্নাহ ও জিওন সাধারণ ইট ব্যবসায়ী ও মানুষের নিকট অগ্রিম ইটের বায়না বাবদ গত ৭ বছরে প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নেয়। এরপর গত ৬/৭ বছর ধরে বায়নাকৃত গ্রাহকদের ইট দেয়নি। সম্প্রতি মমিনুল বাশার জিন্নাহ ও জিওন গ্রাহকদের ইট বা টাকা ফেরত না দিয়েই ইট ভাটা ভাড়া দিয়ে এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন। এদিকে ভুক্তভোগী গ্রাহকরা ইট/ টাকা ফেরত না পেয়ে হতাশায় পড়েছেন।
টাকা ফেরত না পাওয়া পর্যন্ত সমাবেশ ও মানববন্ধন করে চলতি মৌসুমে ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন ভোক্তভোগী গ্রাহকরা।
ভোক্তভোগী গ্রাহক অবসরপ্রাপ্ত শিক্ষক কেরামত আলী, সাক্কু মিয়া ও আনিস আলীসহ তিন শতাধিক প্রতারিত গ্রাহকের দাবি তাদের টাকা ফেরত না দেয়া পর্যন্ত ভাড়াটিয়াদের ইট পুড়ানো কার্যক্রম বন্ধ থাকবে।
এ ব্যাপারে অভিযুক্ত মেসার্স এনএস ব্রিক্সের মালিক মমিনুল বাশার পলাতক থাকায় ভাটার ম্যানেজার শ্রী হিমাংশু কুমার বন্দ জানান, মালিকের সঙ্গে গ্রাহকের সমঝোতা না হওয়া পর্যন্ত ভাটার কাজ বন্ধ থাকবে।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানিয়েছেন, যথাসময়ে ইট না পেয়ে প্রতারিত গ্রাহকরা বিক্ষোভ করেছে শুনেছি। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/হারুনী/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]