চাঁদপুরের ফরিদগঞ্জে আলাদাভাবে ২ কিশোর আত্মহত্যা করেছে। এদের একজন গলায় ফাঁস দিয়ে অন্যজন কীটনাশক পানে।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে আত্মহননের এমন ঘটনা ঘটে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামে।
শনিবার (৯ নভেম্বর) সকালে থানা পুলিশ ২ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
এদের একজন ফাহিম (১৬)। রাজধানী ঢাকায় একটি কনফেকশনারিতে চাকরি করতো।
তার মা ফাতেমা বেগম জানান, স্বামী রফিকুল ইসলামের মৃত্যুর পর সংসারের হাল ধরতে ছেলে ফাহিমকে ঢাকায় পাঠান। সেখানে কাজের ফাঁকে বরিশালের এক মেয়ের সঙ্গে পরিচয় এবং প্রেমের সম্পর্ক হয়। ওই মেয়েকে বিয়ে করার জন্য ছেলে তাকে চাপ সৃষ্টি করে। এতে ছেলেকে বকাঝকা দেন তিনি।
স্বজনরা জানান, শুক্রবার ঢাকা থেকে বাড়ি ফিরে ফাহিম তার মাকে জানায়, ওই মেয়েকে বিয়ে করবে সে। এতে ফাতেমা বেগম ছেলেকে বলেন, এখনো বিয়ের বয়স হয়নি তোমার। আরও কিছু দিন অপেক্ষা করো। এতে ফাহিম মেজাজ হারিয়ে ধানের পোকা দমনের কীটনাশক পান করে। পরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর ঘটনা ঘটে একই গ্রামে। মোতালেব সর্দারের ছেলে রেদোয়ান হোসেন (১৭) তাদের টিনের ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে তার মৃত্যুর কারণ এখন পর্যন্ত পুরোপুরি জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন, কলেজছাত্র রেদোয়ান প্রেম ঘটিত কারণেই গলায় ফাঁস দিয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হানিফ সরকার জানান, শুক্রবার রাতেই পুলিশ ২টি মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং শনিবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পৃথকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]