ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেফতার করেছে র্যাব।
৮ নভেম্বর, শুক্রবার দুপুর ১২টায় তাকে সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকার অদূরে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর থানায় নেওয়া হয়। শুক্রবার সকালে সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয় ।
উল্লখ্য, র্যাব-৪ গতকাল রাতে তাহজীব আলম সিদ্দিকীকে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঢাকার সাভার নবীনগর এলাকা থেকে গ্রেফতার করে। তিনি হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় জামায়াত নেতা হত্যা মামলা রয়েছে।
উল্লেখ্য, তাহজীব ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হলেও ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে হেরে যান। মুক্তিযুদ্ধের আগে ও পরে ছাত্রলীগকে নেতৃত্ব দেয়া প্রয়াত নূরে আলম সিদ্দিকীর ছেলে তাহজীব।
বিবার্তা/রায়হান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]