সিংড়ায় মাইকিং করে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, আহত ৮
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১৮:৩৬
সিংড়ায় মাইকিং করে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, আহত ৮
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় জায়গা দখল করাকে কেন্দ্র করে মাইকিং করে বিএনপির দু'গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে দুই গ্রুপের মোট ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।


৮ নভেম্বর, শুক্রবার সকালে ও আগেরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দফায় এ ঘটনা ঘটে।


এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের জামতলী নীচা বাজার এলাকায় রাস্তার পাশের জায়গা দখল ও আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মূলত এই ঘটনা ঘটে ইটালী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বিএনপি নেতা সাধু হাজী এবং জাহাঙ্গীর মেম্বার ও চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়ার গ্রামের বিএনপি নেতা আবুল কালাম আজাদ এই দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ বেঁধে উভয়পক্ষের আটজন আহত হয়।


এ ঘটনায় সিংড়া উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ আবুল কালাম আজাদ গ্রুপের ৫জন আহত হন। তারা হলেন, তেরবাড়িয়া গ্রামের উজ্জ্বল হোসেন, মোহাম্মাদ সামছুল, রাকিব ইসলাম, জাহিদ হোসেন, জামাল প্রামানিক। অপরদিকে সাধু হাজী ও জাহাঙ্গীর মেম্বার গ্রুপের ৩জন আহত হয়েছেন। তারা হলেন সাজ্জাদ হোসেন, সাইফুল ইসলাম, লিটন আলী।


আহতরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যৌথবাহিনী তৎপর আছে।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, এ পর্যন্ত দু'গ্রুপের কেউ লিখিত অভিযোগ করেনি। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/রাজু/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com