ফেনীর সোনাগাজীতে অবৈধ বালুমহালের ছবি তোলার সময় যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম'র উপর হামলা করেছে সন্ত্রাসীরা।
৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা অবৈধ বালু উত্তোলনকারী ও ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জানাগেছে, মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখেকোরা। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও করেন যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম।
এক পর্যায়ে বালু উত্তোলনকারী আমিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মফিজুল হক, যুবদল নেতা সুজন ও জাফর রুবেল ঘটনাস্থলে গিয়ে রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে মারধোর করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান সোনাগাজী থানার ওসি কামরুজ্জামান, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি মেহরাব হোসেন, সাবেক সভাপতি গাজী হানিফ ও সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন।
এ ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ফেনী প্রেসক্লাব, ফেনী সাংবাদিক ইউনিয়ন ও সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল দাস দাস, সাংবাদিক রহিমের হাত, বুক ও পিঠে ৮টি স্থানে কাটা, নীলা ও ফুলা জখম রয়েছে তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের গ্রেফতার করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান জানান, আমিরাবাদে বর্তমানে বৈধ কোন বালুমহাল নেই। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]