মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ৪ আসামি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) শ্রীমঙ্গল থানার এএসআই মো. নাজমুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জিআর ১৮৭/০৬ ( সদর) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার জাগছড়া চা বাগান এলাকার গোপাল মৃধার ছেলে রামু মৃধা (২৬) কে গ্রেপ্তার করেন।
এছাড়াও এসআই শ্যামল কুমার নন্দী, এসআই মহিবুর রহমান, এসআই/সুব্রত চন্দ্র দাস অভিযান চালিয়ে জিআর ৮৩/২৪ (শ্রী) এর ওয়ারেন্টভুক্ত আসামি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর-উত্তরসুর এলাকার আহাদ মিয়ার ছেলে মো. রুমন মিয়াকে শহরতলীর শাহীবাগ থেকে গ্রেপ্তার করেন।
অপর এক অভিযানে জিআর ২৮৮/২০ (শ্রী) এর ওয়ারেন্টভুক্ত আসামি শ্রীমঙ্গল সোনারবাংলা রোডের হাজী আব্দুল হান্নান এর ছেলে আব্দুর রহিমকে গ্রেপ্তার করেন। অন্য এক অভিযানে জিআর ৩১৬/২২ (শ্রী) এর ওয়ারেন্টভুক্ত আসামি শহরের জালালিয়া সড়কের মো. কালা মিয়ার ছেলে মো. রাজন মিয়া (২২) গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/রিয়ন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]