হিলিতে পুলিশের অভিযানে
মাদকসহ বাসের চালক, সুপারভাইজার ও হেলপার আটক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৭:৫১
মাদকসহ বাসের চালক, সুপারভাইজার ও হেলপার আটক
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় মাদক ইনজেকশনসহ গাড়িচালক সোহেল রানা (৩৮), সুপারভাইজার রবিউল ইসলাম (৩৪) ও হেলপার রুহুল আমিন (৩২) আটক করেছে থানা পুলিশ।


বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই আরিফুর রহমান।


তিনি জানান, হাকিমপুর থানা সীমান্তবর্তী হওয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর রাতে সহকারী পুলিশ সুপার এএসপি আ, ন,ম নিয়ামত উল্লাহ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞার উপস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ এসআই মিজানুর রহমান, এসআই আঃ ওয়াহাব, এএসআই মো. রনজু মিয়া ও সঙ্গী ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল হাকিমপুর পৌরসভার ফেরদৌস আলী খান স্কুল এন্ড কলেজ এর সামনে হিলি-জয়পুরহাট আঞ্চলিক সড়কে হিলি থেকে নারায়ণগঞ্জ গামী সামী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের সামনের গ্লাস ও ড্রাইভিং সিটের সামনে রাখা বাসের স্টাফদের ব্যবহৃত একটি ট্রাভেল ব্যাগ থেকে ২৯৫ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য Buprenophine Injection (এ্যাম্পল) উদ্ধার করে পুলিশ।


এই ঘটনায় উক্তবাসের চালক সোহেল রানা, সুপারভাইজার রবিউল ইসলাম এবং হেলপার রুহুল আমিন নামের তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। আজ দুপুরে আটক আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com