
জামালপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। ৭ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষ্যে সামবেশ ও মিছিলের আয়োজন করে জেলা বিএনপি।
শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ব্যারিষ্টার মওদুদ আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখানো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। পরে লক্ষাধিক নেতাকর্মীদের মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
বিবার্তা/ওসমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]