
শেরপুরে ৭৭৪ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- নালিতাবাড়ি উপজেলার পূর্ব সমশ্চুরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়াউল হোসেনের ছেলে আলী হোসেন (২৬)।
জানা গেছে, গোপন সংবাদ পেয়ে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে মাইক্রোবাস তল্লাসী করে ভারতীয় নয়টি ব্যান্ডের ৭৭৪ বোতল উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]