কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা ছিনতাই মামলার অন্যতম প্রধান আসামি মো. রাকিবুল ইসলাম ওরফে রাখি (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব।
৬ নভেম্বর, বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে ফিলিপনগর গ্রামের মো. হাফিজুল সরদারে ছেলে। রাখির বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা চলমান রয়েছে বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে।
র্যাব সূত্র জানায়, শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার পার্শ্ববতী হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামের মো. নুরুল ইসলাম ওরফে নুরালের বাড়ির প্রবেশ গেটে একদল সশস্ত্র ছিনতাইকারী ব্যবসায়ী নুরালকে অস্ত্রের মুখে জিম্মি ও হত্যার হুমকি দিয়ে ব্যবসার ব্যাগ ভর্তি ৫ লক্ষ টাকা ছিনতাই করে নেয়।
ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী নুরুল ইসলাম মঙ্গলবার (৫ নভেম্বর) দৌলতপুর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন যার নং-১৪। মামলার সূত্র ধরে র্যাব সদস্যরা আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র্যাবের অভিযানিক দল বুধবার রাতে ফিলিপনগরের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই মামলার অন্যতম আসামি রাকিুল ইসলাম রাখিকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১৬ হাজার টাকা ও মোবাইল ফোন। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরিষদ মডেল মসজিদ সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসার নগদ ৫ লক্ষ টাকা ব্যাগে ভরে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মো. নুরুল ইসলাম ওরফে নুরাল। বাড়ি পৌছানো মাত্রই দু’টি মোটরসাইকেল যোগে ৬জন হেলমেট পরা সশস্ত্র ছিনতাইকারীর মধ্যে ৩জন ছিনতাইকারী বাড়ির ভেতর প্রবেশ করে এবং ৩জন ছিনতাইকারী বাড়ির বাইরে দাড়িয়ে থাকে।
এসময় বাড়ির ভেতর থাকা ৩জন ছিনতাইকারী নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। টাকার ব্যাগটি দিতে না চাইলে নুরুল ইসলামের শরীরে পিস্তুল ঠেঁকিয়ে টাকার ব্যাগ ও মোবাইফোনটি ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীদের সাথে ব্যবসায়ী নুরুল ইসলামের টানা হেঁচড়া ও চিৎকার শুনে তার ছোট মেয়ে ও স্ত্রী ছুটে আসলে স্ত্রীর গলায় থাকা স্বর্নের একটি চেইন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে নির্বিগ্নে ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা। উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এমন ঘটনায় ব্যবসায়ী নুরুল ইসলাম সহ আশপাশের লোকজন ও প্রতিবেশীরা ভীতসন্ত্রস্থ হয়ে পড়ে।
বিবার্তা/শরীফুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]