টাঙ্গাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত শিক্ষক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৫:৩৯
টাঙ্গাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত শিক্ষক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবদুল আলীম (৪৮) নামে এক কিন্ডারগার্টেনের শিক্ষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।


৭ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিক্ষক আবদুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি ভূঞাপুর পৌর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক ছিলেন।


জানা যায়, ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে টাঙ্গাইল শহরের নিজবাসা থেকে বের হয়ে সিএনজিযোগে ভূঞাপুরে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন শিক্ষক আব্দুল আলীম। সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রসুলপুর এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।


এ ঘটনায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের (এএসআই) আলমগীর বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com