ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন।
এতে বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান বাচ্চু, রাসেল আল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক, যুবদল নেতা আব্বাস মুন্সী প্রমুখ বক্তব্য দেন।
এর আগে, সকাল ১০টার দিকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিবার্তা/ রাজীব/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]