জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে
কুমিল্লার বুড়িচংয়ে মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২২:৪৫
কুমিল্লার বুড়িচংয়ে মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'মাদককে না বলুন, এসো নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি, মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান' এই প্রতিপাদ্যে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও কন্ঠনগর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বুড়িচংয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


৬ নভেম্বর, বুধবার বিকালে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর বাজার এলাকায় মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


একই সঙ্গে মাদককে লাল কার্ড প্রদর্শন ও এলাকাবাসীকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।


উক্ত সভায় মিথিলাপুর উচ্চ বিদ্যালযের সাবেক প্রধান শিক্ষক লিলু মিয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল হক এবং ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেসিডেন্সিযাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো: মুমিনুল হক। এসময় বক্তব্য রাখেন, জহিরুল হক কানুনগো, গোসাইপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, প্যানেল চেয়ারম্যান আবদুল হক, তারেকুল ইসলাম পিয়াস।


উপস্থিত ছিলেন সাবেক মেম্বার জহিরুল ইসলাম, ক্বারী আবদুল মালেক, আবু কাউছার, ইকবাল হোসেন, তানভীর,আবুল হোসেন, জহির আশরাফ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এলাকাবাসীরা জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতিকে না বলে লাল কার্ড প্রদর্শন করেন এবং সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতায় অঙ্গিকারবদ্ধে শপথ নেন।


উক্ত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।


বিবার্তা/আল-মামুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com