বাগেরহাটের রামপাল উপজেলার সদর ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
৬ নভেম্বর, বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়। শেখ নাসির উদ্দিন রামপাল উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ অক্টোবর উপজেলার বড় কাটালী গ্রামের ইউসুফ আলী খানের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃত চেয়ারম্যান নাসিরের বিরুদ্ধে তার ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রোজীনা সুলতানাকে মারপিট করাসহ একাধিক অভিযোগ রয়েছে।
বিবার্তা/রাজু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]