রাজবাড়ীর কালুখালী উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় এক বিদ্যালয়ের সাত ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ ছাত্রীরা হলেন, প্রীতি, সুরভি, অন্তরা, তিশা, হিয়া, রাফিয়া ও আঁখি। এদের মধ্যে প্রথম পাঁচজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি এবং রাফিয়া ও আখিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তারা সকলেই স্থানীয় দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
বুধবার তাদের সহপাঠী স্নিগ্ধার জন্মদিন ছিল। টিফিনের সময় জন্মদিনের দাওয়াত খেতে স্নিগ্ধার বাড়িতে তারা ১৩ জন বান্ধবী গিয়েছিল। স্কুলে ফিরে কমনরুমে বসার কিছুক্ষণ পর থেকে মাথা ব্যথা, পেট ব্যথা শুরু হয়। আস্তে আস্তে তারা সাতজন অসুস্থ হয়ে পড়ে। পড়ে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া আক্তার জানান, খাদ্য বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছে। দুজন বেশি অসুস্থ হওয়ায় তাদের ফরিদপুর রেফার্ড করা হয়েছে। বাকী পাঁচজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা আশঙ্কামুক্ত।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]