জামালপুরে
শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ২০:৫২
শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়, প্রচারাভিযান, বৃক্ষ রোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


৫ নভেম্বর, মঙ্গলবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে।


সরকারি আশেক মাহমুদ কলেজে সাধারণ শিক্ষার্থীদের সাথে ‘শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় ও দলীয় প্রচারাভিযান কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মো: শাকের আহমেদ, যুগ্ম সম্পাদক ওমর সানি, রিসালাত হোসেন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো: বুরহান, সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক মো: সরোয়ার হোসেন, রবিন, নিশাত, মো: রিপনসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। ৫ই আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, ছাত্ররাজনীতিতে তাদের প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা বিষয়ে আলোচনা করা হয়।


মাদক, সন্ত্রাস, সহিংসতা ও ইভটিজিংমুক্ত শিক্ষাঙ্গণ গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন ছাত্রদল নেতারা। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও বুকলেট বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বনজ, ফলজ ও সৌন্দর্য্যবর্ধক গাছের চারা রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ছাত্রদল নেতৃবৃন্দ।


বিবার্তা/ওসমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com