নাজিরপুরে সাবেক উপ‌জেলা চেয়ারম‌্যানসহ ৪০ জনের নামে মামলা
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১৫:২৪
নাজিরপুরে সাবেক উপ‌জেলা চেয়ারম‌্যানসহ ৪০ জনের নামে মামলা
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে সাবেক উপজেলার চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহিন ও তার মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুলসহ ৪০ আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করা হয়েছে।


রবিবার (৩ নভেম্বর) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. বেলায়েত হোসেন মাঝি বাদী হয়ে নাজিরপুর থানায় এ মামলাটি করেন।


বাদীর অভিযোগ ২০২২ সালের ৮ই সেপ্টেম্বর নাজিরপুর উপজেলা বিএনপি অফিসের সামনে বিএনপি'র কর্মসূচি হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন ইউনিয়ন গ্রাম, ওয়ার্ড থেকে বিএনপির ব্যানারে মিছিল নিয়ে আসার পরে বিএনপি অফিসের সামনে সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের উপর এবং তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছিল।


নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন মামলার আসামিদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে ।


উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহিন ও এসএম নজরুল ইসলাম বাবুল পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই।


মামলার অন্যান্য আসামিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘা ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান আশুতোষ বেপারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিন হালদার তিমির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মো. আল-আমীন হোসেন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মো. শান্ত ইসলাম শোভনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারাসহ ৪০ জন। এছাড়া অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করা হয়েছে।


বিবার্তা/ম‌শিউর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com