হাকিমপুরে স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৫:৩৫
হাকিমপুরে স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

"তোমরা পৃথিবীটাকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।


৪ নভেম্বর, সোমবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা স্কাউটস এর আয়োজনে এই ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।


হাকিমপুর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. শওকত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহম্মদ আহসান হাবিব, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, ঘোড়াঘাট উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক জামিউল ইসলাম, বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুন, প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বুলু, হাকিমপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. কাওসার রহমান, নির্বাচন কমিটির সদস্য সুপার মাওলানা রোস্তম আলী, প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস সহ অনেকে।


আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নতুন কমিটি গঠনে উপস্থিত বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক শিক্ষিকাদের গোপন ভোটের মাধ্যমে হাতিশোঁও আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাবুজ্জামান তাজ (৭৫ ভোট) পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কন্দরপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাফিজুর রহমান (৬৪ ভোট) পেয়েছেন।


পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা স্কাউটস এর কমিশনার নির্বাচিত হয়েছেন দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম টুকু।


পরে উপস্থিত কাউন্সিলরদের সমর্থনের মাধ্যমে ৫ জন নির্বাচিত সহ-সভাপতি হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহম্মদ আহসান হাবিব, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মামুনুর রশীদ, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাওসার পারভীন লিপি, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল।


কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নওশাদ আলী।


এছাড়াও উপজেলা কাব স্কাউটস এর গ্রুপ কমিটির প্রতিনিধি নির্বাচিত হয়েছেন গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ, ছাতনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা পারভীন, পাউশগাড়া স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম রেজা ও গোহাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।


বিবার্তা/রব্বানী/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com