
শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা একই এলাকার মো. সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) ও মো. মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)।
স্থানীয় কামারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সরোয়ার জাহান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মাহিন ও জুনায়েদ শনিবার বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যার পর অভিভাবকেরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে নেমে শিশু দুটির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অথবা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তারা মারা গেছে।
শেরপুর সদর থানার ওসি মো. জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোবাইলে ফোন করে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনাটি জানিয়েছেন। তবে কোনো অভিযোগ থানায় আসেনি।
বিবার্তা/জাহিদুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]