লামায় স্থানীয় সরকার বিভাগের লজিক প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১৯:৩০
লামায় স্থানীয় সরকার বিভাগের লজিক প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্ত ও স্বল্প সক্ষম (দরিদ্র) জনগনের অভিযোজন ক্ষমতা নিশ্চিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার লক্ষ্যে লোকাল গর্ভমেন্ট ইনিশিয়োটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


৩১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্পের জেলা কর্মকর্তা বীরেন লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী প্রধান অতিথি ছিলেন।


এতে বিশেষ অতিথি ছিলেন, মৎস্য কর্মকর্ত আব্দুল্লা হিল মারুফ, যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে এম সহিদুল ইসলাম ও সমাজ সেবা কর্মকর্তা। প্রকল্পের মনিটরিং অফিসার মরিয়ম কাশেমীর উপস্থাপনায় টেকনিক্যাল অফিসার বো অং সিং মার্মা কার্যক্রমের উপর বিস্তারিত তুলে ধরেন। এতে প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।


এ সময় প্রকল্পের সিএমএফ মোজাম্মেল, উথোয়ইশৈ মার্মা, ঐহমে মার্মা ও উসাইখিং মার্মা সহ ইউএফ হাসিনা বেগম উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে সহযোগি সংস্থা হিসেবে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, সিডা, ডানিডা, ইউএনডিপি ও ইউএনসিডিএফ। সরকারী এ সহায়তা যথাযথ ব্যবহারের মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী করে গড়ে তোলার আহবান জানান, প্রধান অতিথি নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।


এ বিষয়ে প্রকল্পের জেলা কর্মকর্তা বিরেন লাল ত্রিপুরা বলেন, এ প্রকল্পের আওতায় জেলার লামা, রুমা, বান্দরবান সদর, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় ৪ হাজার উপকারভোগী রযেছে। এদের প্রত্যেকের নামে ব্যাংক একাউন্ট খোলা সহ ১৯৪টি দল গঠন করা হয়।


তিনি আরও বলেন, প্রতি উপকারভোগীর ব্যাংক একাউন্টে ৩০ হাজার টাকা করে প্রাথমিক পুঁজি প্রদান করা হয়েছে। উপকারভোগীরা শুকর ও ছাগল পালন, কলা ব্যবসা, কলা চাষ, ধান ব্যবসা ও পেঁপে চাষ সহ ১৬টি আতœকর্মসংস্থানমূলক কাজে এসব টাকা ব্যবহার করবেন। ২০১৭ থেকে শুরু হয়ে ২০২৫ সাল পর্যন্ত এ প্রকল্পের কাজ চলবে।


বিবার্তা/আরমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com