গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক কলাবাধা এলাকায় একটি পুকুর থেকে এক নারী ও শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
৩১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৌচাক কলাবাধা এলাকার একটি পুকুর থেকে নিহতদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং শিশু ছেলের বয়স আড়াই বছর।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মহিদুল ইসলাম জানান, উপজেলার মৌচাক কলাবাধা এলাকায় নজরুল ইসলামের পুকুরে বৃহস্পতিবার সকালে এক নারী ও শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ দুটি উদ্ধার করেন।
পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহতদের পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বিবার্তা/তুহিন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]