
রাজধানীর মিরপুরের কাফরুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষে এক নারীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
৩১ অক্টোবর, বৃহস্পতিবার মিরপুরের ১৪ নম্বরের কাফরুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুইজন গুলিবিদ্ধ হন। তারা হলেন সেনটেক্স ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর আল আমিন হোসেন ও ঝুমা আক্তার।
সেনটেক্সের শ্রমিকেরা জানান, একই এলাকার মৌসুমি গার্মেন্টস কর্তৃপক্ষ গতরাতে হঠাৎ কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেওয়া হয়। তখন সবাই একসঙ্গে শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষ হলে আল আমিন ও ঝুমা গুলিবিদ্ধ হন।
আল আমিনের সহকর্মী মোহাম্মদ কবির হোসেন জানান, গুলিবিদ্ধ আল আমিনের বাড়ি খুলনায়। তিনি মিরপুর-১৪ নম্বরের বিআরপি এলাকায় থাকেন। সকালে কারখানা ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। পরে বাসায় যাওয়ার সময় তার পিঠে গুলি লাগে।
গুলিবিদ্ধ ঝুমার বড় বোন মর্জিনা বেগম বলেন, ঝুমা সেনটেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করেন। তার ডান পায়ে গুলি লেগেছে।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আহত দুইজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি কাফরুল থানা অবগত আছেন।
বিবার্তা/বুলবুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]