শিরোনাম
মিরপুরে
পোশাক শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৪:০৯
পোশাক শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে গার্মেন্টস কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নারীসহ দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, সেনটেক্স ফ্যাশন লিমিটেড এর সুইং অপারেটর আল-আমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)।


সহকর্মী কবির হোসেন জানান, একই এলাকার মৌসুমী নামের একটি গার্মেন্টসের কর্তৃপক্ষ গতরাতে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে কর্মচারীরা কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দিয়ে দেয়। তখন সবাই এক সাথে রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।


কবির হোসেন জানান, আল-আমিনের বাড়ি খুলনায়। বর্তমানে মিরপুর-১৪, বিআরপি এলাকায় থাকে। সকালে কারখানা ছুটি ঘোষণা করলে সে বাসায় যাচ্ছিলো। তখন তার পিঠে গুলিবিদ্ধ হয়।


আহত ঝুমার বড় বোন মর্জিনা বেগম জানান, সেনটেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করে ঝুমা। তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে।


ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ আহত দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে ঝুমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়েছে চিকিৎসকরা। তবে আল-আমিনের পিঠে গুলিবিদ্ধ হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com