'ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে অপচয় করেছে আওয়ামী সরকার'
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ২২:২৫
'ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে অপচয় করেছে আওয়ামী সরকার'
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, গত ১৮ বছর এই দেশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। রাষ্ট্রের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও প্রাপ্ত ভাতা পর্যন্ত পায়নি তারা। অথচ মুক্তিযুদ্ধ করেনি এমন ভুয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট এবং ভাতা দিয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার রাষ্ট্রের টাকার অপচয় করেছে।


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মোংলা ও রামপালের নির্যাতিত অসহায় মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।


বুধবার (৩০ অক্টোবর) বিকেলে দিগরাজ সর্বজনীন কালী মন্দির মাঠে এসময় নির্যাতিত অসহায় ২৩ জনের হাতে সম্মাননা স্মারক ও ৩৫ জনকে অর্থ সহায়তা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই নেতা।


মোংলা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, এই দেশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অথচ বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সুপরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ, মূল্যবোধ ও গণতন্ত্রকে নস্যাৎ করতে অপতৎপরতা চালিয়েছে।


তিনি আরও বলেন, 'গণতন্ত্রের হত্যাকারীরা আজ দেশ ছেড়ে পালিয়েছে। হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে এখন ভারতে আশ্রয় নিয়েছে তিনি। গত ১৬ বছর খুনি হাসিনা প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করেছে।


মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দলের সভাপতি এম ডি আকবর আজাদ, মোংলা পৌর বিএনপির নেতা এমরান হোসেন প্রমুখ।


বিবার্তা/জাহিদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com