'সংস্কারের কথা বলে ক্ষমতা ধরে রাখা, জনগণ সন্দেহের চোখে দেখছে'
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৯:৪৯
'সংস্কারের কথা বলে ক্ষমতা ধরে রাখা, জনগণ সন্দেহের চোখে দেখছে'
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়ত সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া এ সরকারের প্রধান কাজ।


বুধবার (৩০ অক্টোবর) বিকালে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


খায়রুল কবির খোকন আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া, মামলা প্রত্যাহার করা, খুনিদের বিচার করা এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এ দাবি সবার উল্লেখযোগ্য। এখনও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে।


তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনও বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে বসে আছে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত অপসারণ করা না হবে, ততক্ষণ দেশে সংস্কারও হবে না, সুষ্ঠু নির্বাচনও হবে না।


শীলমান্দি ইউনিয়ন বিএনপির হাজী ছানাউল্লাহ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধূরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নরসিংদী সরকারি কলেজ এর সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভুঁইয়া, শীলমান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।


বিবার্তা/কামরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com