
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সদের লাঞ্ছিত করার প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছেন ডাক্তার, নার্স ও কর্মচারীরা। ফলে বন্ধ রয়েছে হাসপাতালের সকল কার্যক্রম।
জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকার রিকশাচালক জুয়েল মিয়া ওরফে রজব আলী (৪০) ২৮ অক্টোবর, সোমবার সন্ধ্যায় অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত রজব আলীর স্বজনদের দাবি, চিকিৎসকদের অবহেলায় রজব আলী মারা গেছে। তাৎক্ষণিক এই ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা চিকিৎসক ও নার্সদের উপর চড়াও হন এবং নার্সরাসহ আবাসিক মেডিক্যাল অফিসার আসমা লাবনীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
চিকিৎসক-নার্সদের লাঞ্ছিত করার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছেন হাসপাতালের কর্মরত ডাক্তার, নার্স ও কর্মচারীরা।
ডাক্তার, নার্স ও কর্মচারীদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে হাসপাতালের সকল কার্যক্রম। ফলে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগসহ সকল সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দূর দূরান্ত থেকে রোগীরা চিকিৎসা সেবা নিতে এসে না পেয়ে ফিরে যাচ্ছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় একজন রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সরা লাঞ্ছিত হয়েছে। ফলে জরুরি বিভাগ ছাড়া সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
হাসপাতালে রোগী মৃত্যুর কারণ ও চিকিৎসক লাঞ্ছিত ঘটনা সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে শাস্তি মূলত ব্যবস্থা গ্রহণ করে বকশিগঞ্জ উপজেলাবাসী একমাত্র স্বাস্থ্য সেবার সরকারি হাসপাতালটি চিকিৎসা সেবা কার্যক্রম চালু রাখার দাবি স্থানীয় সচেতন মহলের।
বিবার্তা/ওসমান/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]