কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৮:১৩
কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সেনা সদস্য ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।


সোমবার (২৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।


বাড়ির মালিক ইকবাল মুন্সী জানান, বসতঘরের জানালার গ্রিল কেটে ডাকাতদলের ৫/৬ জন সদস্য বসতঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের (রামদা) মুখে তাকে ও তার স্ত্রীকে রশি দিয়ে হাত বেঁধে ও কাপড় দিয়ে চোখ বেঁধে অন্য ঘরে আটকিয়ে রেখে ভয়ভীতি ও গায়ে আঘাত করে ডাকাত দলের সদস্যরা। পরে তারা ঘরের সকল কক্ষ তছনছ করে ও ঘরে থাকা ৭/৮ ভরি স্বর্ণালংকার, সীমসহ ২ টি বাটন মোবাইল সেট ও নগদ কিছু টাকা নিয়ে যায়।


এ ব্যাপারে কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।


বিবার্তা/শান্ত/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com