নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ অক্টোবর, মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া পাথরঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার আব্দুল বাছেদ এর ছেলে রুবেল (২৩)।
সনেটের বিরুদ্ধে এর আগেও ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁদাবাজি, দ্রুত বিচার ও মাদক মামলাসহ মোট-২০টি মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার পাথরঘাট বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানা পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ ২০ মামলার আসামি সনেট এবং চাপাতি-ছোরাসহ রুবেল নামের আরও একজনকে গ্রেফতার করা হয়। অভিযান টের পেয়ে পালিয়ে যায় অন্য আসামীরা। গ্রেফতারকৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী পলাতক ১৩ জনের নামসহ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় দুটি মামলা করার পর মঙ্গলবার বিকালে সনেট ও রুবেলকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিবার্তা/কামরুল/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]