
জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা সংখ্যানুপাতিক ভোটের হারে নির্বাচন চাই, মার্কায় ভোট হবে, ব্যক্তিতে নয়। তাহলে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। পেশি শক্তি বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি থাকবে না। যে মার্কা যত পার্সেন্ট ভোট পাবে ওই দল সেই পরিমাণে সদস্য সংসদে পাঠাবে।
২৮ অক্টোবর, সোমবার বিকেলে শহরের ফৌজদারি মোড়ে ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ৯৮ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে, ৫৩ বছর পর্যন্ত কোন গরীব ধনী হয়নি, ধনীরা ধনী হয়েছে। যাদের ক্ষমতায় বসিয়েছি তারা আঙুল ফুলে কলাগাছ হয়েছে।
তিনি আরও বলেন, বৈষম্যের বিরুদ্ধে, চুরি, ডাকাতি, দখলদারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু ৫ আগস্টের পর আবার গুন্ডামি, চাঁদাবাজি, অত্যাচার, অনাচার আবার মিথ্যা মামলা। এইসব দেখার জন্য এ দেশের মানুষ আন্দোলন করে নাই, রক্ত দেয় নাই। আগে চাঁদা আদায় করেছে সেন্টু, এখন আদায় করে কেন্টু, আগে টাকা তুলত লাল্টু, এখন তোলে বল্টু। এই বল্টু আর লাল্টুকে আমরা দেখতে চাই না। জনগণকে বলব আমাদের দলের ঐক্য দরকার নাই, আপনারা জনগণ ঐক্যবদ্ধ হন। যে দলের মধ্যে গুন্ডা আছে, দুর্নীতিবাজ আছে, ডাকাত আছে, খুনি আছে, জালেম আছে, যাদের হাতের মধ্যে খুনের রক্ত আছে, যাদের মধ্যে ধর্ষক আছে তাদের প্রত্যাখান করেন। ওদের দল সমর্থন করবেন না, জনগণ ঐক্যবদ্ধ হলে কোন দুর্নীতিবাজ এদেশে শাসক হতে পারবে না।
ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুহা. নাহিদ খানের সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ ইউনুস আহমেদ, সিনিয়র সহ সভাপতি মুফতী মোস্তফা কামাল, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিবার্তা/ওসমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]