বোয়ালমারীতে হাতুড়ির আঘাতে চাচি নিহত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১৯:২৯
বোয়ালমারীতে হাতুড়ির আঘাতে চাচি নিহত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবরের ছেলের হাতুড়ির আঘাতে আনোয়ারা বেগম আল্লাদী (৫৫) নামে এক গৃহবধূ হত্যার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের মৃত নইমুদ্দিন ব্যাপারীর স্ত্রী। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পরদিন সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই ইউনুছ ফকির বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেছেন। ১৭ অক্টোবর, রবিবার রাতে ঘাতক মহিদুল বেপারীকে পুলিশ গ্রেফতার করেছে। আসামি মহিদুল ইসলাম বেপারী একই গ্রামের রোকন বেপারীর ছেলে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত শনিবার সন্ধ্যায় নিহত আনোয়ারা বেগম আল্লাদীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ঘাতক মহিদুল। এসময় মহিদুল হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। আহত অবস্থায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও আল্লাদীর অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় পাঠায় চিকিৎসকরা। হাতুড়ির আঘাতে আল্লাদী বেগমের মাথার খুলির ভেঙে যাওয়ার কারণে ঢাকা শ্যামলী হাসপাতালে ঘটনার পরদিন রবিবার সকালে তার মৃত্যু হয়।


নিহতের বড় ছেলে নান্নু বেপারী বলেন, আমার মাকে চাচাতো ভাই মহিদুল হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। আঘাতের কারণে মাথার খুলি ভেঙে যাওয়ায় একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমার চাচাতো ভাই মাদকসেবী।


মামলার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসূল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে চালান করা হয়েছে।


বিবার্তা/মিলু/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com