
ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহ উত্তর জেলা, উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
২৮ অক্টোবর, সোমবার সকাল ১০টায় কালি খলায় কৃষ্ণচূড়া চত্বরে দিনব্যাপী রক্তদান, রক্তের গ্রুপ নির্ধারণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান শহীদ।
উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান মাফুজের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক এ এফ এম শহীদুল্লাহর সঞ্চালনায় কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন ৬ নং ইউপি বিএনপি সভাপতি মো. শামছুদ্দিন মাস্টার, বিএনপি নেতা মাহমুদুল ওয়াহাব মনির, মো. কামাল উদ্দিন, শাকিব মুন্সী, বাবুল মেম্বার, মো. শোয়েব মুন্সী, মো. মোস্তফা কামাল, এমদাদুল হক প্রমুখ।
বিবার্তা/হুমায়ুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]