জামালপুরে
বশেফমুবিপ্রবি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১৩:৩৫
বশেফমুবিপ্রবি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেফমুবিপ্রবি) এর ২০২৪ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।


২৮ অক্টোবর, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মাঠে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান।


ওরিয়েন্টেশন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়টির ছাত্রী হলের প্রভোস্ট মৌসুমি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. রাশিদুল ইসলাম, ফিশারিজ বিভাগের ড. প্রফেসর সাদিকুর রহমান, শিক্ষার্থী আদিবা খান রাউফি, লিটন আকন্দ, আবু সায়েমসহ অনেকেই বক্তব্য রাখেন।


এসময় প্রধান অতিথি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান বক্তব্যের শুরুতেই ছাত্রজনতার গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ করেন এবং উপস্থিত নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আমিও নতুন তোমরাও নতুন। এই বিশ্ববিদ্যালয়ে আমরা মেধার বিকাশ ঘটিয়ে সাফল্য এগিয়ে নিতে আমরা কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তে তোমাদের দক্ষতার নজির স্থাপন করে দেশ এবং বিশ্ববিদ্যালয়ের সাফল্য বয়ে নিয়ে আসবে এটাই আমার প্রত্যাশা। আমি আশা করব নির্ধারিত সময়ের মধ্যে সকলেই তোমাদের ডিগ্রি অর্জন করবে এবং নিজেকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।


বিশ্ববিদ্যালয়টির ছাত্রী হলের প্রভোস্ট মৌসুমিসহ বক্তারা নবীনদের উদ্দেশ্য বলেন, এখানে রাজনীতি মুক্ত ক্যাম্পাসে তোমাদের শিক্ষা কার্যক্রম হবে। র‍্যাগিং বোলিং এর নামে কোন অত্যাচার এই বিশ্ববিদ্যালয়ের হবে না। লেখাপড়ার পাশাপাশি তোমাদের খেলাধুলা কার্যক্রমেও অংশগ্রহণ করতে হবে।


অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের সমাজ কর্ম, ম্যানেজম্যান্ট, সিএসই এন্ড ত্রিপলি, ফিশারিজ, গণিত বিভাগ সহ ৭টি বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


ওরিয়েন্টেশনে প্রধান অতিথিসহ বক্তারা বিশ্ববিদ্যালয়ের সুশাসন, ন্যায় প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন সমস্যা সমাধান, ইতিহাস ঐতিহ্য, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের দিক নির্দেশনা, বিভিন্ন বিভাগের ইতিহাস, পরিচিতি পর্ব, অগ্রগতি ও লক্ষ্য সম্পর্কে নবাগত শিক্ষার্থীদের অবহিত করা হয়।


বিবার্তা/ওসমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com