শিরোনাম
শেষ হলো খেতুরীধামের মহোৎসব
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ২৩:২৪
শেষ হলো খেতুরীধামের মহোৎসব
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

বিশ্বশান্তি কামনায় প্রার্থনার মধ্যে দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুরীধামে শেষ হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব।


শুক্রবার সন্ধ্যায় মহান্ত বিদায়ের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানমালা শেষ হয়। রাত থেকেই ভক্তরা বাড়ির পথে পা বাড়াতে শুরু করেন। এর আগে গত বুধবার শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা।


এবারের মহোৎসবে যোগ দিতে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মায়ানমার, ভুটান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৭ লাখ ভক্তের আগমন ঘটে গোদাগাড়ীর গৌরাঙ্গবাড়িতে। তিন দিন ধরে তারা এখানে কীর্তন, পূজা, প্রসাদ গ্রহণ ও প্রার্থনা করে ঠাকুর নরত্তোম দাসকে স্মরণ করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ জানান, মহোৎসবকে ঘিরে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তিন স্তরে দায়িত্ব পালন করেন ৩০৫ জন পুলিশ সদস্য। বসানো হয়েছিল সিসি ক্যামেরা। তিনদিনের এই মহোৎসবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগত ভক্তরা সুষ্ঠুভাবে তাদের প্রার্থনা করতে পেরেছেন।


গৌরাঙ্গবাড়ী ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. মদন মোহন দে জানান, আগত ভক্তদের জন্য স্যানিটেশন ও বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল। তিনটি অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পও স্থাপন করা হয়েছিল। আয়োজনে সহযোগিতার জন্য তিনি রাজশাহী জেলা ও উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাটিকাটা ও গোগ্রাম ইউনিয়ন পরিষদসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


বিবার্তা/রিমন/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com