শিরোনাম
টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না মুক্তিযোদ্ধার
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ২৩:১৪
টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না মুক্তিযোদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মুক্তিযোদ্ধা পঞ্চানন বিশ্বাস। পক্ষাঘাতে শরীরের এক পাশের শক্তি হারানো এই মুক্তিযোদ্ধা বর্তমানে শয্যাশায়ী। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি।


মুক্তিযোদ্ধা পঞ্চানন বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মৃত কেদার নাথ বিশ্বাসের ছেলে।


পঞ্চানন বিশ্বাস জানান, বঙ্গবন্ধুর আহবানে ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধে অংশ নেন তখন তার বয় ২৫ বছর। ভারতের বিহারে ৮ নম্বর সেক্টরে অবাঙ্গালী রাম প্রকাশের কাছ থেকে তিনি প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে আসেন। এরপর জেলার বিভিন্ন স্থানে যুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর কৃষিকাজ করে সংসার চালাতেন।


৭৫ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা আরো জানান, পাঁচ বছর আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য জায়গা জমি সব বিক্রি করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শরীরের একপাশ অকেজো হয়ে এখন শয্যাশায়ী। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না।


নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বলেন, পঞ্চানন বিশ্বাস অসহায় একজন মানুষ। নিজের বলে তার কিছুই নেই। বর্তমানে তার যে অবস্থা, তাতে জরুরি চিকিৎসা প্রয়োজন। তার চিকিৎসার জন্য সরকার, কোনো প্রতিষ্ঠান বা সমাজের বিত্তবান লোকজন এগিয়ে আসলে হয়তো তিনি সবার মাঝে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন।


ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ সিদ্দিক আহমেদ বলেন, তিনি মুক্তিযোদ্ধা ভাতা পান। বর্তমানে তিনি বিছানায় পড়ে আছেন। সরকারের পক্ষ থেকে কোনো অনুদান আসলে তাকে সহযোগিতা করা হবে।


বিবার্তা/কোরবান/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com