চাঁদাবাজি-লুটপাট বন্ধ করে সাম্যের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান সিপিবির
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ২২:১৩
চাঁদাবাজি-লুটপাট বন্ধ করে সাম্যের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান সিপিবির
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁদাবাজি, লুটপাট বন্ধ করে সাম্যের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ড. দিবালোক সিংহ।


তিনি বলেন, বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূর করতে হবে। দ্রব্যমূল্যের চলমান ঊর্ধ্বগতি রোধ করতে হবে। এছাড়া শ্রমিকের ন্যায্য মজুরি প্রদান করতে হবে।


নেত্রকোণার দুর্গাপুরে সিপিবির উপজেলা কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


২৬ অক্টোবর, শনিবার বিকেলে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়।


এসময় ড. দিবালোক সিংহ বর্তমান বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেন।


এই অনুষ্ঠানে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় এবং সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনীকান্ত সরকার, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোশতাক আহমেদ, দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপক সরকার, সিপিবি নেতা শামছুল আলম খান, খেতমজুর সমিতির সভাপতি কমরেড আজিম উদ্দিন, আদিবাসী ইউনিয়ন নেত্রী পার্বতী রিছিল, উপজেলা নারী সেল আহ্বায়ক তাসলিমা বেগম এবং ছাত্র ইউনিয়ন সভাপতি নুর আলম খান।


আলোচনাকালে বক্তারা বলেন, সরকার পতনের পরও দেশে আগের মতোই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, এই দেশে শিক্ষক লাঞ্ছিত হউক আমরা আর দেখতে চাইনা। শিক্ষার্থীর রক্ত আমরা আর দেখতে চাইনা। ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরি করে আহতদের সু-চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে।


তারা আরও বলেন, দেশের বিদ্যুৎ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা।


এছাড়া দুর্গাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেওয়া, কৃষকদের কৃষি ভর্তুকি, ক্ষেতমজুরদের জন্য পল্লী রেশন, ডেউটুকোন ব্রিজ, সোমেশ্বরী নদীর ব্রিজ নির্মাণসহ আরো অনেক বিষয় সমাধানে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।


আলোচনা শেষে এক লাল ঝান্ডার মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


বিবার্তা/পলাশ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com