
রাজধানীর খিলগাঁও এর দক্ষিণ বনশ্রী এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাহবুব হোসেন(৩৪) নামে এক বিদ্যুৎ মিস্ত্রি নিহত হয়েছেন।
২৬ অক্টোবর, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে খিলগাঁও দক্ষিণ বনশ্রী গোড়ান প্রোজেক্টের পাশে এন ব্লকের ২ নং রোডে একটি ভবনে লাইনের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি।
পরে তাকে অচেতন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তার চাচাতো ভাই রাকিব হোসেন জানান, আজ বিকেলের দিকে খিলগাঁও দক্ষিণ বনশ্রী গোড়ানের এনব্লক ২নং রোডের পাশে একটি নয়তলা ভবনে বিদ্যুৎ এর তারের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পরে যায়। পরে ওকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, নিহত মাহাবুবের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার কিং বাজাওরা গ্রামে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]